চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেশে করোনায় একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু ও ৩৪১ জন শনাক্ত 

অনলাইন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২০ | ২:৫১ অপরাহ্ণ

দেশে নভেল করোনাভাইরাসে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু ও ৩৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়।

এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাংবাদিকদের ব্রিফ করেন।

বিফ্রিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের অর্থাৎ রেকর্ড সংখ্যক লোকের করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। 

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১৩৫টি। পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯টি। আর রোগী শনাক্ত হয়েছেন ৩৪১ জন। এতে করে দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১৫৭২ জনে। 

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটা একদিনে দেশে সর্বোচ্চ মৃত্যু। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট