চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ফাইল ছবি

করোনা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য পুরষ্কার ঘোষণা

অনলাইন ডেস্ক

৭ এপ্রিল, ২০২০ | ১১:৫১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের (কোভিড-১৯) কোন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আক্রান্তদের সেবা দিতে গিয়ে যদি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে পদবী অনুযায়ী তাদের ৫ থেকে ১০ লাখ টাকা দেওয়া হবে এবং আল্লাহ না করুক কেউ মারা গেলে তার ৫ গুণ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা কথাও জানান তিনি।’ 

তিনি বলেন, ‘যারা এই সময়ে দায়িত্বপালন করছেন তারা ভবিষ্যতে ডাক্তারি করতে পারবেন কিনা সেটাও দেখা হবে।’

এছাড়া করোনা মোকাবিলায় অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখার কথাও জানান তিনি।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট