চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল, ২০২০ | ২:৪৮ অপরাহ্ণ

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন ঢাকা ট্রিবিউনকে এখবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সকল ফ্লাইট আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ মার্চ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চের স্থলে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হল। একইসঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত ২৬ মার্চ এক সিদ্ধান্তে ১৫ এপ্রিল পর্যন্ত চীন ও যুক্তরাজ্য ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে বাংলাদেশ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট