চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নিজ নিজ বাসাতেই শবে মেরাজের ইবাদত করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২০ | ৮:২৪ অপরাহ্ণ

পবিত্র শবে মেরাজ আজ। দিনটি উপলক্ষে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। বর্তমানে করোনাভাইরাসের মহামারীর মধ্যে বাসায় থেকে ইবাদত করতে দেশের সকল মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন, ‘আমরা সবাইকে বলেছি, যারা প্রতি ওয়াক্তে মসজিদে যান জামাতে নামাজ পড়তে, তারা যেন বাসায় অজু করে সুন্নত নামাজটা বাসায় পড়ে তারপর মসজিদে যান ফরজ নামাজ পড়তে। এটা স্বল্প সময়ের জন্য।’

আনিসুর রহমান সরকার বলেন, ‘আজ পরিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।’

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার থাকছে না কোনো ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট