চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিলেটে আইসোলেশনে থাকা লন্ডনফেরত রোগীর মৃত্যু
সিলেটে আইসোলেশনে থাকা লন্ডনফেরত রোগীর মৃত্যু

সিলেটে আইসোলেশনে থাকা লন্ডনফেরত রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক

২২ মার্চ, ২০২০ | ১২:০৩ অপরাহ্ণ

সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন লন্ডনফেরত এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২২ মার্চ) ভোররাত ৪ টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ৬১ বছর। যুক্তরাজ্য ফেরত ওই নারী  শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।

৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়।

হাসপাতাল সূত্রমতে, আইইডিসিআর থেকে লোক এসে ওই নারীর রক্তের নমুনা নেওয়ার কথা ছিল। কিন্তু নমুনা নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন ওই নারী। এরপর অসুস্থ হয়ে পড়লে গত ২০ মার্চ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। রবিবার (২২ মার্চ) ভোর ৪টার দিকে সেখানে তিনি মারা যান। তার দেহে করোনাভাইরাস আছে কিনা তা শনাক্তে, আজ পরীক্ষা করার কথা ছিল বলেও জানান সিভিল সার্জন।  এর আগেই তিনি মারা গেলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট