চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দেশের প্রথম ‘ওয়াইফাই সিটি’ সিলেট

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২০ | ৯:১৮ অপরাহ্ণ

‘জয় বাংলা’ পাসওয়ার্ড দিয়ে দেশের প্রথম ‘ওয়াইফাই সিটি’ হিসেবে আত্মপ্রকাশ করছে সিলেট নগরী।  যার মাধ্যমে নগরীর ১২৬টি এক্সেস পয়েন্টে ফ্রি ইন্টারনেট সেবা চালু করে  ১৭৪টি এলাকার মানুষ পেতে যাচ্ছে ফ্রি ইন্টারনেট সেবা। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই যাত্রা শুরু করতে যাচ্ছে সিলেট।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন জানান, নগরীর ১৭৪টি এলাকা মানুষকে ফ্রি ইন্টারনেট সেবা দিতে ১২৬টি স্থানে রাউটার স্থাপনের কাজ শেষ। এখন চলছে সংযোগ স্থাপনের কাজ। যে এলাকায় সংযোগ স্থাপন হচ্ছে, সেখানের মানুষ মাঝে মাঝে এর সেবাটাও নিতে পারছে। নগরীতে ফ্রি ইন্টারনেট সেবা কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং এর তত্ত্বাবধানে থাকবে সিলেট সিটি কর্পোরেশন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সিলেটকে ‘ওয়াইফাই সিটি’ আখ্যা দিয়ে এর ইউজার নেম ‘ডিজিটাল বাংলাদেশ’ ও পাসওয়ার্ড হিসেবে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ঘোষণা করেছেন।

নির্বাচনের আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ‘আলোকিত উন্নত সিলেট’র যে স্বপ্ন দেখিয়েছিলেন, তাতে সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। সে লক্ষ্যে পুরো নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা, ‘ওভারহেড ক্যাবল লাইন’ অপসারণ করে ‘আন্ডারগ্রাউন্ড’ করাসহ বিভিন্ন প্রকল্পের কাজ এখন দ্রুত এগিয়ে চলছে। এসব উন্নয়ন কাজ শেষ হলে সিলেট পুরোপুরি স্মার্ট সিটিতে রূপান্তর হবে বলে মনে করছেন সিলেটের মানুষ।

প্রকল্প সূত্রে জানা গেছে, এসব এক্সেস পয়েন্টের প্রতিটিতে একসঙ্গে ৫০০ জন যুক্ত থাকতে পারবেন। এরমধ্যে একসঙ্গে ১০০ জন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি এক্সেস পয়েন্টের চতুর্দিকে ১০০ মিটার এলাকায় ব্যান্ডউইথ থাকবে ১০ মেগাবাইট/সেকেন্ড।

পূর্বকোণ-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট