চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিশু একাডেমিতে বীরকন্যা প্রীতিলতার জন্মোৎসব

৭ মে, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বাধীন ঐতিহাসিক চট্টগ্রাম যুব বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি সশস্ত্র বিপ্লবের স্ফুলিঙ্গ। প্রীতিলতা ওয়াদ্দেদার সেই স্ফুলিঙ্গের একটি অগ্নিশলাকা। সে-দিনের উচ্চশিক্ষিত এই তরুণী বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হয়ে পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণে নেতত্বই শুধু দেন নি, নিজে আত্মঘাতী হয়ে বিশ্বের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে অমরত্ব অর্জন করেছেন। প্রীতিলতাকে আমরা শুধু একজন নারী হিসেবেই দেখি না, তাকে দেখি ঔপনিবেশিক শৃঙ্খল মুক্তির একজন বিপ্লবী হিসেবেই। গতকাল বিকেলে নগরীর জেলা শিশু একাডেমি মিলনায়তনে বীরকন্যা প্রীতিলতা জন্মোৎসব উদযাপন পরিষদ চট্টগ্রাম আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতাজী সুভাষ চন্দ্র বসু. মাস্টার’দা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের মত বিপ্লবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুদীর্ঘ লড়াই সংগ্রামের সফল অর্জনের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছে বাংলাদেশ নামক একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্রের। সভাপতির বক্তব্যে প্রীতিলতা জন্মোৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত হয়ে জীবনকে মাতৃমুক্তি পণে জীবনকে উৎসর্গ করেছিলেন। আজ আমাদের নারী সমাজকে ধর্মীয় উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রীতিলতার মত দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার সময় এসেছে। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দাদের জন্মোৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জন্মোৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাংষ্কৃতিক সংগঠক অনুপ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়ক সাবেক ছাত্রনেতা আবুল বশর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, সংস্কৃতিকর্মী মাসুদ উদ্দিন হামেদ নওয়াজ, সরিৎ চৌধুরী সাজু, কবি সজল দাশ, আরিফুর রহমান প্রমুখ। জন্মোৎসব উদযাপন পরিষদ আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই সকাল ৬টায় পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব চত্বরে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদাদের প্রতিকৃতিতে ১০৮ তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। আলাচনা সভা শেষে শিশু একাডেমির শিল্পীরা সূর্য সেন-প্রীতিলতাসহ অগ্নিযুগের বিপ্লবীদের উদ্দেশ্যে নিবেদিত উদ্দীপনামূলক সঙ্গীত পরিবেশন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট