চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ডোর টু ডোর’ প্রকল্পের শ্রমিকদের ব্যাংক হিসাব যাচাই করা হবে: চসিক সচিব

নিজস্ব প্রতিবেদক

৬ অক্টোবর, ২০২০ | ৯:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা বিভাগের ‘ডোর টু ডোর’ প্রকল্পে কর্মরত শ্রমিকদের ব্যাংক হিসাব যাচাই করা হবে। আজ মঙ্গলবার চসিক সচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

শ্রমিকদের ব্যাংক হিসাব যাচাই বাছায়ের জন্য চসিকের রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা চৌধুরীকে আহবায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্যদের এক জন হিসাব বিভাগের প্রতিনিধি অন্যজন পরিচ্ছন্ন বিভাগের। চসিক সচিব স্বাক্ষরিত ওই অফিস আদেশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করার সময়সীমা বেধে দেয়া হয়েছে।

উল্লেখ্য, চসিক পরিচ্ছন্ন বিভাগের এই ‘ডোর টু ডোর’ প্রকল্পের আওতায় বর্তমানে ২ হাজার ৬৫ জন শ্রমিক কর্মরত আছে। সাতটি ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে তাদের ২ কোটি ২০ লাখ ৪৬ হাজার ৭৬৭ টাকা বেতনও পরিশোধ করা হচ্ছে। এসব শ্রমিকের অর্ধেকেরও বেশি নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য সংস্থাটির পরিচ্ছন্ন বিভাগ ও সচিবালয় শাখায় নেই। এটা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে চসিক।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট