চট্টগ্রাম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

যাত্রী বেশে অটোরিকশা ছিনতাই, রাউজানে ২ যুবক গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২৫ | ১০:০৪ অপরাহ্ণ

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে যাত্রী বেশে সিএনজিচালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের আজিজ চেয়ারম্যানের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাইকারী দলের দুই সদস্য পালিয়ে গেছে।

গ্রেপ্তারকৃত দুই ছিনতাইকারী হল- নগরীর বাকলিয়া থানার কামালিয়া বাজারের নুর ইসলামের ছেলে মো. খোকন (৩০) ও ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা ইউনিয়নের নুরুন্নবীর ছেলে মো. আওলাদ হোসেন (১৯)। এছাড়া পালাতক দুই ছিনতাইকারী হলেন নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে মো. শামীম (২৭) ও চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকার সাইফুল আলমের ছেলে মো. সুজন (২২)।

এই ঘটনায় গাড়ির মালিক নোয়াখালী জেলার সেনবাগ থানার কাবিলপুর ইউনিয়নের প্রয়াত আব্দুল মালেকের ছেলে ও বর্তমানে নগরীর উত্তর আগ্রবাদ মিস্তিরিপাড়ায় বসবাসকারী আবুল হোসেন বাদি হয়ে রাউজান থানায় এজাহার দিয়েছেন।

পূর্বকোণ/জাহেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট