চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ম না মেনে এক বিএনপি নেতা এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার জাহানপুর আমজাদ আলী হাদী ইনস্টিটিউশন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এতে ওই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মুহাম্মদ মফিজুর রহমান এবং কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা জনস্বার্থ প্রকৌশলী রাশেদুজ্জামানকে শোকজ করা হয়েছে।
জানা গেছে, নিয়ম নীতি তোয়াক্কা না করে উক্ত কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে জাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু উদ্দিন খান কেন্দ্র পরিদর্শন করেন। পরে কেন্দ্র পরিদর্শন নিয়ে সামাজিক ভিডিও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হন। পরে তাদের শোকজ করেন ইউএনও।
এই বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আমার কাছে খবর আসে বিএনপির এক নেতা এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেছেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত একটি কাজ। এমন খবরে আমি কেন্দ্র পরিদর্শন করে এ ব্যাপারে সঠিক তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হই এবং কেন্দ্রে সচিব ও ট্যাগ অফিসারকে শোকজ করি।
পূর্বকোণ/মুন্না/আরআর/এএইচ