চট্টগ্রাম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: উখিয়ায় নিহত বেড়ে ৪

উখিয়া সংবাদদাতা

৯ এপ্রিল, ২০২৫ | ১:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত রওশন আরা নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ জন দাঁড়িয়েছে৷ নিহত রওশন আব্দুল মান্নানের বড় বোন বলে জানা গেছে।

 

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কুতুপালং বাপের বাড়ি বেড়াতে এসে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন।

 

এর আগে রবিবার সকালে কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে আপন চাচাতো-জেঠাতো ভাইবোনের মধ্যে সংঘর্ষে কুতুপালং বাজার মসজিদের খতিব ও জামায়াত ওয়ার্ডের আমীর নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শ্বশুর বাড়ি সোনারপাড়া থেকে কুতুপালং বাপের বাড়িতে বেড়াতে আসা শাহিনা বেগম (৪০) নিহত হন। সর্বশেষ চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরেক বড়বোন রওশন আরার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্ত্রী (প্রথম পক্ষ) বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন৷ মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হামিদ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, সীমানা প্রাচীর নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুল মান্নানের বড়বোন চট্টগ্রাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনারদিন ৩ জনসহ মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। আরও বেশকয়েকজন চিকিৎসাধীন আছে।

 

উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, কুতুপালংয়ের ঘটনায় আহত রওশন আরা নামে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। রবিবার চাঞ্চল্যকর ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্ত্রী ও আব্দুল্লাহ আল মামুনের মা বাদী হয়ে ২টি মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত আসামি একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলশ। সোমবার ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে।

 

পূর্বকোণ/ইব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট