চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়েছে বসতঘর। এ সময় ঘরে থাকা ৬টি ছাগলও পুড়ে অঙ্গার হয়েছে।
রবিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীর পাড়ার খলিল মাস্টার বাড়ির নূর হোসেন বাবুর্চির বসতঘরে এ ঘটনা ঘটেছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬ কক্ষ বিশিষ্ট বাঁশের বেড়া ও টিনের চালা দেওয়া বসতঘরটি পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা ৬টি ছাগল পুড়ে মারা গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
স্থানীয়রা জানান, ঘরে মৃত নূর হোসেন বাবুর্চির স্ত্রী লেদা বুড়ি ও তার দুই ছেলে থাকেন। রবিবার ইফতারের পর তারা কোনো কাজে বের হয়েছিলেন। এরমধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ