চট্টগ্রাম শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে ৩ দোকানিকে অর্থদণ্ড

বোয়ালখালী সংবাদদাতা

৮ মার্চ, ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত দাম নেওয়ায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৮ মার্চ) উপজেলা শাকপুরা চৌমুহনী বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

ইউএনও মো. রহমত উল্লাহ বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ ব্যবসায়ীকে তিনটি মামলায় ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট