চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে কেএনএফের হামলায় ২ সেনা নিহত, গুলিবিদ্ধ ২ সেনা কর্মকর্তা

বান্দরবান সংবাদদাতা

১৭ মে, ২০২৩ | ১:২৭ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলার মিয়ানমার সীমান্তে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অতর্কিত হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন দুই সেনা কর্মকর্তা। 

 

নিহতরা হলেন- ২৮ বীরের সৈনিক আলতাব আহমেদ ও মোহাম্মদ তৌহিদ। গুলিবিদ্ধরা হলেন- ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ও মেজর মনোয়ার।

 

মঙ্গলবার (১৬ মে) দুপুরে মিয়ানমার সীমান্ত সংলগ্ন রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের লংবক্র পাহাড়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তিনটি পাড়ার লোকজন আতঙ্কে নিরাপদ জায়গায় সরে গেছে।

 

বুধবার (১৭ মে) বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর  (আইসপিআর)।

 

আইসপিআর জানায়, সকাল থেকে সীমান্ত সংলগ্ন রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের লংবক্র পাহাড়ে সংঘর্ষ চলছে। নিরাপত্তা বাহিনী কেএনএফের আস্থানাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করছে। মিয়ানমার সীমান্ত এলাকায় কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালালে আগে থেকে ওঁৎ পেতে থাকা কেএনএফের সশস্ত্র সদস্যরা অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর রুমা জোনের-২৮ বীরের সৈনিক আলতাব আহমেদ ও মোহাম্মদ তৌহিদ নিহত হন। গুলিবিদ্ধ হয়েছেন-ক্যাপ্টেন ইশতিয়াক আহমেদ ও মেজর মনোয়ার। সবাইকে হেলিকপ্টারে করে সেখান থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

 

এছাড়া এ হামলায় স্থানীয় আরও পাঁচজন আহত হয়েছেন। এদিকে, ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করেছে।

 

উল্লেখ্য, এক বছর ধরে বান্দরবানে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের তৎপরতা দমন করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। অভিযানে কেএনএফের ১৭ জন সদস্যকে আটক করা হয়েছে। সংঘর্ষে মারা গেছে স্থানীয় লোকজনসহ ১৫ জন। সন্ত্রাসী তৎপরতার কারণে গত দু’মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট