চট্টগ্রাম রবিবার, ০৪ জুন, ২০২৩

সর্বশেষ:

১৬ মার্চ, ২০২৩ | ৮:৩৭ অপরাহ্ণ

মানিকছড়ি সংবাদদাতা

মানিকছড়িতে ৩ লাখ টাকার কাঠ জব্দ করল সেনাবাহিনী

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী ও বনবিভাগের অভিযানে পাচারের উদ্দেশ্যে স্তূপ করে রাখা সাড়ে ৪০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

 

বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বড়ইতলীর বড়ডলু কঞ্জুরীপাড়ার এক বিদ্যালয়ের পাশ এসব কাঠ জব্দ করা হয়।

 

খাগড়াছড়ি বনবিভাগের গাড়ীটানা রেঞ্জের বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বনবিভাগ জানায়- স্তূপ করে রাখা মেহগনি, গামারি, কড়ই, গর্জন, জামসহ নানা প্রজাতির কাঠের খবর পেয়ে সেনাবাহিনী ও গাড়ীটানা বনবিভাগের সদস্যরা অভিযান পরিচালনা করেন। জব্দকরা কাঠের পরিমাণ ৪৫০ ঘনফুট। যার বাজারমূল্য ৩ লাখ টাকা।

 

বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী বলেন, জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট