১১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:২৫ অপরাহ্ণ
কাপ্তাই সংবাদদাতা
রাঙামাটির কাপ্তাইয়ে মদসহ তরুণ দে (৫২) নামে এক মুদিদোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি দীর্ঘদিন মুদিদোকানের আড়ালে চালিয়ে আসছেন মদের ব্যবসা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় নতুন বাজারের মৈসাস কর্ণফুলী স্টোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ।
গ্রেপ্তার তরুণ দে নতুন বাজার এলাকার মৃত সোনারাম দে’র ছেলে।
রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। পূর্বকোণকে তিনি বলেন, নতুন বাজারের কর্ণফুলী স্টোরে অভিযান চালিয়ে ৩৩ লিটার চোলাই মদসহ মুদি দোকানি তরুণ দে’কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, তরুণ দে দীর্ঘদিন যাবত মুদিদোকানের আড়ালে এই মদের ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজকের এই অভিযান চালানো হয়।
পূর্বকোণ/কবির/মামুন/পারভেজ