চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

এসএসসি দিয়েই কানাডায় মায়ের কাছে যাওয়ার কথা ছিলো হিশামের

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২ | ১২:৫৮ অপরাহ্ণ

মুসহাব আহমেদ হিশাম। জন্মের দুই বছরের মাথায় বাবা হারান তিনি। ছোট থেকেই বাবার আদর দিয়ে বড় করে তুলেন তারই চাচা আকবর হোসেন মানিক। যদিও তার মা, ভাই ও বোন থাকেন কানাডায়। হিশামও ইতোমধ্যে মায়ের কাছে কানাডায় চলে যেতে সব ধরণের প্রস্তুতি নিয়েছিলেন। শুধুমাত্র এসএসসি পরীক্ষা শেষ করেই পাড়ি দেওয়ার কথা ছিল মায়ের কাছে। কিন্তু কি ভাগ্যের নির্মম পরিহাস। মায়ের কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়া হিশাম চলে গেলেন তার বাবার কাছে!

গতকাল শুক্রবার মিরসরাইয়ে ট্রেনের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় হিশামের। তিনি হাটহাজারী আমান বাজার এলাকার মৃত মোজাফ্ফর আহমেদের ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে হিশাম সবার ছোট। সে হাটহাজারীর কে এস নজু মিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও আমান বাজারের আর এন্ড জে প্রাইভেট কেয়ার নামে কোচিং সেন্টারের শিক্ষার্থীও। মা-বোন-ভাই কানাডায় থাকলেও সন্তান না থাকায় হিশাম তার চাচার বাসা থেকেই পড়াশোনা করে আসছিল।

শুক্রবার বিকেলে চমেক হাসপাতালের জরুরি বিভাগে বিলাপ করতে করতে হিশামের চাচা আকবর হোসেন মানিক বলেন, ‘আমি কী করে তার মাকে বুঝ দেব। সেতো পরীক্ষা দিয়েই তার মায়ের কাছে চলে যেত, এখন আমার হিশাম তার বাবার কাছেই চলে গেছে। ও আল্লাহ… আমি কীভাবে তার মাকে বুঝাবো। সকালে যদি তাকে যেতে বারণ করতাম, তাহলে আজকের এমন ঘটনা ঘটতো না।’

আকবর হোসেন আরও বলেন, ‘কোচিং সেন্টারের শিক্ষক ও বন্ধুদের সঙ্গে ঝর্ণা দেখতে যাবে বলে সকাল ৮টার দিকে বাসা থেকে বের হয় হিশাম। আমি প্রথমে না করলেও পরে যেতে বলি। কিন্তু আমি কেন তাকে যেতে দিয়েছি? যদি নিষেধ করতাম, তাহলে এমন পরিস্থিতি দেখতে হতো না।’

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট