চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২১ | ১২:৩১ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী তিনদিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ সারাদেশে বেড়েছে ভ্যাপসা গরম। এছাড়া আগামী দুইদিন অপরিতর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনিভূত হতে পারে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে চট্টগ্রামের পূর্বাভাসে আরো বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে কিছু জায়গায় অস্থায়ী দমকা বাতাসের সাথে হালকা থেকে মাঝারি এবং বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় ভারী বৃষ্টি/বজ্রসহ হতে পারে। দক্ষিণ-দক্ষিণ/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২-১৮ কি. মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ী দমকা হাওয়ার আকারে ৩৫-৪৫ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ৩৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৯মিনিটে।
জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ৩টা ৫৪ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ১০টা ৪৬ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৪টা ২১ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১১টা ২ মিনিটে।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট