চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আজ ডু অর ডাই ম্যাচে অনিশ্চিত জামাল

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২০ | ৩:৩৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশ খেলতে নামবে শ্রীলংকার বিপক্ষে। দুই দলের জন্যই ম্যাচটি একরকমের বাঁচা মরার লড়াই হিসেবে পরিগণিত হচ্ছে। কেননা সেমিফাইনালে খেলতে হলে জয় ভিন্ন অন্য কোনো পথ আর খোলাই নেই দুই দলের জন্যই। এমনিতেই প্রচন্ড চাপের ম্যাচ। তাঁর সাথে বাড়তি দুঃসংবাদ হিসেবে এলো জামাল ভুঁইয়ার ইনজুরির খবর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে যেতে পারে শ্রীলংকার বিপক্ষে তাঁর মাঠে নামাটা। ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান লাল সবুজের দলপতি। শুরুতে সাধারন চোট মনে করা হলেও শুক্রবার করতে পারেননি অনুশীলন। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে গতকালও মাঠের বাহিরে বসে দেখছেন সতীর্থদের অনুশীলন। তবে শ্রীলংকার বিপক্ষের ম্যাচে জামালের মাঠে নামার ব্যাপারে বেশ আশাবাদী টাইগার কোচ জেমি ডে। আশাবাদী খোদ জামাল ভুঁইয়াও। তিনি মনে করেন খেলার জন্য বেশ ফিট রয়েছেন তিনি। জামাল জানান যে, ফিলিস্তিনের সাথে ম্যাচের সময় ব্যাথা পেয়েছিলেন তিনি। তখন থেকেই ব্যাথা অনুভব করছিলেন। ঝুঁকি নিতে চাননি বলে শুক্রবার অনুশীলন করেননি। সেই সাথে নিজেকে ৭০ শতাংশ ফিট হিসেবে দাবী করেন লাল সবুজের দলপতি।

এদিকে কোচিং স্টাফদের পক্ষ থেকে জানানো হয়েছে জামালের মাঠে নামাটা নিশ্চিত হতে আজ সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা ফিটনেস টেস্ট হবে জামালের। সেটিতে উতরে গেলেই খেলতে পারবেন বাঁচা মরার ম্যাচটিতে। প্রথম ম্যাচে ফিলিস্তিনের পোষ্টে একবারের জন্যও বল নিতে পারেনি জামাল-মতিন-সুফিলরা। তবে আসন্ন ম্যাচে আক্রমণভাগের দিকে আলাদা নজর দিচ্ছেন জেমি ডে। ফিলিস্তিনের বিপক্ষে করা ভুলগুলো শুধরে নিয়ে লঙ্কা বধে বেশ আশাবাদী দলের সবাই। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫ টায় শুরু হবে ম্যাচটি। নির্ধারিত সময়ে ফলাফল নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট