চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন ওয়ার্নার

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৩:০৬ পূর্বাহ্ণ

অফ স্টাম্পের বাইরে টিম সাউদির হাফ ভলি বলটা পয়েন্ট দিয়ে চার মারলেন ডেভিড ওয়ার্নার। এই চারে টেস্ট ক্রিকেটে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়া ওপেনার। মাইলফলক ছুঁতে পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির টেস্টে ওয়ার্নারের দরকার ছিল ৫৩ রান। কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান প্রথম ইনিংসে আউট হয়ে যান ৪৩ রানে।

গতকাল টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১০ রানে পৌঁছে সাত হাজারের ক্লাবে নাম লেখান ওয়ার্নার। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছাড়িয়ে যান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানকে (৬৯৯৬)। দ্বাদশ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রান করলেন ওয়ার্নার। তিনি মাইলফলক ছুঁলেন নিজের ৮২তম টেস্টে। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে কম টেস্টে সাত হাজার ছুঁয়েছেন শুধু স্টিভেন স্মিথ (৭০) ও ম্যাথু হেইডেন (৮০)। ইনিংসের হিসাবে অস্ট্রেলিয়ানদের মধ্যে ওয়ার্নার আছেন গ্রেগ চ্যাপেলের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে। সবচেয়ে কম ১২৬ ইনিংসে সাত হাজার স্পর্শ করেন স্মিথ। যেটি বিশ্ব রেকর্ডও। আগের সিরিজেই রেকর্ডটা গড়েন স্মিথ।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট