চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মেয়র কাপে সবার সেরা উত্তর পতেঙ্গা

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪৩ পূর্বাহ্ণ

সিজেকেএস মেয়র কাপ আন্ত: ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে উত্তর পতেঙ্গা ওয়ার্ড নতুন চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়র ওয়ার্ড কাপ ফুটবলের তৃতীয় আসরের ফাইনালে তারা টাইব্রেকারে ৪-২ গোলে জামাল খান ওয়ার্ডকে হারিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। দু-দলের নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য (০-০) ড্র ছিল। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা। সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন, সিজেকেএস ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ। সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক ও অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহামুদ হাসনি, সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো, জাহাঙ্গীর, নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, চসিক ক্রীড়া স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল এবং খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম লেদুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলার বিবরণ: ২ মিনিটে ডিফেন্ডার ও অধিনায়ক মামুন মিয়ার ভুলে উত্তর পতেঙ্গার পাভেল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন। ২৪ মিনিটে জামাল খানের দীপকের জোরালো শট সাইডবাট ঘেষে বাইরে চলে যায়। ৩০ মিনিটে জামাল খানের কিপার আনিসের অসাধারণ দক্ষতায় গোল পায়নি উত্তর পতেঙ্গা। এ সময় পাভেলের নিশ্চিত গোলের হেড কিপার অবিশ্বাস্য ভাবে ডানদিকে ঝাপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। ফিরতি বলে ফাহিমের টোকা জালে ঢোকার আগে ডিফেন্ডার সায়েম ফিরিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে ফ্রি কিক থেকে উত্তর পতেঙ্গার সাকিবের শট জামালখানের কিপার আনিস দৃঢ়তার সাথে রক্ষা করেন। ১৫ মিনিটে বা দিকে শীতলের মাইনাসে আবির ফাঁকায় পেয়েও কিপারের হাতে মেরে দিনের সহজ সুযোগ হাতছাড়া করেন। শেষদিকে উত্তর পতেঙ্গার তুহিনের কর্নার শট ক্রসপীচে লেগে প্রতিহত হলে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে প্রথশ ৪টি শটে উত্তর পতেঙ্গার সাকিব বাবু বোরহান ও প্রকাশ গোল করেন। অন্যদিকে জামাল খানের দীপক ও মামুন মিয়া প্রথম ২টি শট থেকে গোল করলেও ৩য় ও ৪র্থ শটে হৃদয় ও শীতলের শট উত্তর পতেঙ্গার কিপার মনির ঠেকিয়ে দিলে ৪-২ গোলের জয়ের আনন্দে ফেটে পড়ে দলের খেলোয়াড়, কর্মকর্তা ও গ্যালারীতে ছটিয়ে ছিটিয়ে থাকা হাজারো সমর্থকবৃন্দ। খেলায় ২টি পেনাল্টি ঠেকিয়ে উত্তর পতেঙ্গার মনির ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ৩ লক্ষ টাকা এবং রানার্স আপকে ট্রফিসহ নগদ ২ লক্ষ টাকার প্রাইজমানি তুলে দেন। এছাড়া আরো একাধিক প্রাইজমানিসহ মোট ৭ লক্ষ ২৯ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে। এদিকে খেলা শুরু হওয়ার আগে চসিকের ২টি স্কুল ডিসপ্লে প্রদর্শণ করে।

উত্তর পতেঙ্গা : মনির, মনসুর, প্রকাশ, মিঠু, জুয়েল, বাবু, ফাহিম, তুহিন, পাভেল, সাকিব ও বোরহান।

জামাল খান : আনিস, রাকিব, সায়েম, আশরাফুল, মামুন, হৃদয়, আবির, ছোটন, শীতল, সৈয়দ (জয়নাল) (সাইফু) ও দীপক । রেফারি শরীফুজ্জামান খান টিপু এবং সহকারি মাহামুদ হাসান মামুন ও খোরশেদ আলম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট