চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আফগান বোর্ডকে হুমকি গুলবাদিনের

১৩ ডিসেম্বর, ২০১৯ | ৪:২৫ পূর্বাহ্ণ

আফগানিস্তান ক্রিকেট বোর্ডে নাটকের পর নাটক চলছে। আসগর আফগানের অধীনে দল বড় বড় সাফল্য পেয়েছে, কিন্তু বিশ্বকাপের ঠিক আগে এই আসগরকে সরিয়ে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় গুলবাদিন নাইবকে। দায়িত্ব নিয়ে খুব স্বস্তিতে ছিলেন না গুলবাদিন। বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি তার দল। পরে আফগানিস্তানের বিশ্বকাপ অধিনায়ক এমন ব্যর্থতার কারণ প্রকাশ করতে গিয়ে বোমা ফাটান। দাবি করেন, দ্বন্দ্বের কারণে কিছু ক্রিকেটার ইচ্ছে করেই খারাপ খেলেছেন। তবু নিজের গদি রাখতে পারেননি গুলবাদিন। বিশ্বকাপের ব্যর্থতায় তাকে সরিয়ে গত ১২ জুলাই তিন সংস্করণেই জাতীয় দলের নেতৃত্ব দেওয়া হয় রশিদ খানকে। রশিদের অধীনে বাংলাদেশে টেস্টও জিতেছে আফগানিস্তান। কিন্তু আবারও বদলে দেয়া হলো নেতৃত্ব। ফেরানো হলো সেই আসগরকে। এই আসগরের সঙ্গে আবার প্রকাশ্য দ্বন্দ গুলবাদিনের। বিশ্বকাপে তিনি যখন অধিনায়ক, আসগর তাকে নানাভাবে অসহযোগিতা আর বিরক্ত করেছেন বলে দাবি গুলবাদিনের। আসগরের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না বলে এবার জানিয়ে দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। শুধু তাই নয়, যথাযথ ব্যবস্থা না নিলে আফগান ক্রিকেট বোর্ডের মুখোশ খুলে দেবেন বলে টুইট বার্তায় হুমকিই দিয়ে রেখেছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। দুর্নীতিতে জড়িত সরকারি প্রতিনিধি থেকে বোর্ড সদস্য, ক্রিকেটার, সাবেক বোর্ড কর্মকর্তা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে জড়িতদের নাম প্রকাশের হুমকিও দিয়েছেন গুলবাদিন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট