চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অহেতুক দুশ্চিন্তা করে লাভ নেই : বাশার

২১ নভেম্বর, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গোলাপি বলে খেলা কেমন হবে, সেটা নিয়েও দুশ্চিন্তায় আছেন অনেক ক্রিকেটার। হাবিবুল বাশার মনে করেন অহেতুক দুশ্চিন্তা করে লাভ নেই। ম্যাচের আগে এসব নিয়ে ভাবা উচিত নয় বলে মনে করেন তিনি।

বাংলাদেশের সাবেক এই অধিনায়কের মতে, গোলাপি বলে মানিয়ে নিতে সবারই একটু সমান লাগবে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে বলে বিশ্বাস তাঁর। খেলতে খেলতে সবাই এক সময় অভ্যস্ত হয়ে উঠবে বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে বাশার বলেছেন, ‘অহেতুক দুশ্চিন্তা করে লাভ নেই।

একজন খেলোয়াড় হিসেবে আমার মনে হয় দুশ্চিন্তাটা না করা ভালো। খেলার আগে কোনো কিছু অনুমান করে নেয়াটা ভালো না। গোলাপি বলে খেলাটা কঠিন হবে। মানিয়ে নিতে সময় লাগবে। সবারই হবে, কারণ কেউই অভ্যস্ত নয়।’ এখন পর্যন্ত ১১টি দিবা-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-ভারতের ম্যাচটি উপমহাদেশের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট। বাশারের বিশ্বাস গোলাপি বলের টেস্ট ভবিষ্যতে নিয়মিত হবে। সেই সম্ভাবনাই দেখছেন তিনি। বাশার বলেছেন, ‘ভবিষ্যতে হয়তো গোলাপি বলে টেস্ট ম্যাচটা নিয়মিত হবে। সেই সম্ভাবনা আছে। তাই এটাকে ছাড় দেয়ার উপায় নেই। শুরুতে সবার মানিয়ে নিতে সমস্যা হবে। যত দিন যাবে যত অভ্যাস হবে এর পর আর হবে না।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট