চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভুঁড়িওয়ালা

২৩ অক্টোবর, ২০১৯ | ১:১৭ পূর্বাহ্ণ

নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৪-১ গোলে হারিয়ে শুভ যাত্রা করেছে চট্টগ্রাম আবাহনী। সেই ম্যাচে গোল পেয়েছেন বিদেশীরা। তবে সে ম্যাচে মাঠে নামেননি আরেক বিদেশি প্রিন্স ট্যাগো। ড্যানিয়েল কলিন্দ্রেসের পর শেখ কামাল টুর্নামেন্টে দ্বিতীয় বিশ্বকাপ মানের খেলোয়াড় তিনি। অথচ, তাকে মাঠেই নামালেন না চট্টগ্রাম কোচ। কিন্তু গতকাল অনুশীলনে নামার পরই আসলে বোঝা গেল কেনো ঘানা জাতীয় দলের হয়ে ৭ গোল করা ট্যাগোকে বসিয়ে রেখেছিলেন মারুফ। ঘানা থেকে উড়িয়ে আনা এই ফুটবলার ৩৩ বছরেই বিশাল এক ভুঁড়ির মালিক ট্যাগো। অনুশীলনের জন্য যে জার্সি বরাদ্দ তা বাকি সবার গায়ে ঠিকঠাক চেপে গেলেও ট্যাগোকে মনে হয়েছে মোটেও সুবিধা করতে পারছেন না একই জার্সিতে! বোঝাই গেল জার্সি তার গায়ে একদমই ফিট করছে না। কারণটা অবশ্যই সেই ভুঁড়ি। এক ভুঁড়ির কারণে জার্সি যেন অনেকটাই ছোট হয়ে গেছে! কেবল জার্সিই নয়, চলনবলনে মোটেও ক্ষিপ্র নন ট্যাগো। বাকি সতীর্থরা যেখান বল পায়ে বেশ ছন্দে, তাকে মনে হচ্ছিল কেমন যেন অস্বস্তিতে ভুগছেন। সবার সঙ্গে হাল্কা অনুশীলন, স্ট্রেচিং করলেও মূল অনুশীলনে কেবল বল পায়ে শটই নিলেন। -ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট