চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শেখ কামাল ক্লাব কাপে খেলবে না ঢাকা আবাহনী

১৮ অক্টোবর, ২০১৯ | ১:৩৩ পূর্বাহ্ণ

শেষ মুহূর্তে এসে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসরে না খেলার সিদ্ধান্ত চিঠি দিয়ে আয়োজকদের জানিয়েছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড। আগামীকাল ১৯ অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে এবারের প্রতিযোগিতা। বুধবার রাতে আবাহনী অংশ নেওয়ার ব্যাপারে অপারগতা জানিয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির দু’জন কর্মকর্তা। মিডিয়া কমিটির সদস্য সচিব মহসীন চৌধূরী বলেন, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে অংশ নেওয়ার ব্যাপারে গতকাল রাতে আবাহনী অপারগতা জানিয়ে চিঠি দিয়েছে। এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আয়োজক কমিটির কোঅর্ডিনেটর শাকিল মাহমুদ চৌধূরী বলেন, হ্যাঁ আবাহনী খেলবে না। এ বিষয়ে তারা দল গড়তে না পারার কথা জানিয়েছে। আবাহনী না খেললে নতুন দল কোনটি হবে, তা নিয়ে কাজ চলছে। ভারতের মোহনবাগান এসি ও চেন্নাই সিটি এফসি, মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি, মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও লাওসের ইয়াং এলিফ্যান্টস এফসি-এই পাঁচ বিদেশি ক্লাব এবারের আসরে খেলছে। আবাহনী না খেললে বিদেশি দল আরও একটি বাড়বে। স্থানীয় ক্লাবের মধ্যে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, আয়োজক চট্টগ্রাম আবাহনীর সঙ্গে খেলার কথা ছিল লিগের রানার্সআপ আবাহনী লিমিটেডের। এ ব্যাপারে অবশ্য আবাহনীর কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।-বিডিনিউজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট