চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে আর্চার

২১ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেলেন জোফরা আর্চার। বারবাডোজে জন্ম নেওয়া এই পেসারকে রেখে গতকাল ২০১৯-২০ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ার কিছু দিনের মধ্যে মে মাসে আন্তর্জাতিক অভিষেক হয় আর্চারের। বিশ্বকাপ জয় ও এশেজে সাফল্য ধরে রাখতে বল হাতে দুর্দান্ত ছিলেন এই তরুণ পেসার। ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে ২০ উইকেট নিয়ে দেশের শীর্ষ বোলার ছিলেন এবং এশেজে ৪ ম্যাচে নেন ২২ উইকেট। এবার তার পুরস্কার পেলেন কেন্দ্রীয় চুক্তিতে থেকে। আর্চারের মতো তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ৬ খেলোয়াড়ের অন্যলা হলেন জো রুট, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, জস বাটলার ও ক্রিস ওকস। কেবল টেস্টের তালিকায় আছেন স্যাম কারান, ররি বার্নস, স্টুয়ার্ট ব্রড ও জেমস এন্ডারসন। টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে আছেন ১০ খেলোয়াড় এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ১২ জন। প্রথমবার সাদা বলের চুক্তিতে জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান জো ডেনলি। টেস্ট চুক্তি থেকে বাদ পড়েছেন মঈন আলী ও আদিল রশিদ। যদিও সীমিত ওভারের চুক্তিতে আছেন দুজনই। এই তালিকা থেকে বাদ পড়েছেন এলেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট ও ডেভিড উইলি। -ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট