চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লিটন-সৌম্য টেস্টের খেলোয়াড় নন

ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ পাপন

স্পোর্টস ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৮ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের টেস্ট পারফরম্যান্স নিয়ে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক নাজমুল হাসান পাপন। দলের ক্রিকেটারদের টেস্ট সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে গতকাল সাংবাদিকের সামনে দলের পরিকল্পনার বিষয়ে ক্ষোভ জানান পাপন। পাপন বলেন, ‘এটা টেস্ট। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আজকে দেখে মনে হয়নি এটা বাংলাদেশ। প্রথম কথা হচ্ছে যে, খুবই দুঃখজনক, খুবই খারাপ। যেটা শুরু হয়ে গেছে সেটা নিয়ে কথা বলে আর লাভ নেই। সামনে টি-২০ আছে, তখন থেকে নতুন করে আমাদের চিন্তা করতে হবে।’ তিনি বলেন, ‘প্লানিং নিশ্চয়ই ছিল। প্লানিংয়ে কোনো ঘাটতি থাকার কথা না তবে প্লান সঠিক ছিল না। এটা হলো আমার ব্যক্তিগত মত।’ ক্রিকেটারদের পারফরম্যান্সে নিয়ে হতাশ পাপন বলেন, দলের খেলা দেখে মনেই হচ্ছিল না যে তারা টেস্ট খেলছে। ক্রিকেটারদের টেস্ট সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাপন বলেন, ‘পারফরম্যান্সের কথা যদি বলেন তাহলে আমি অবশ্যই বলবো, ক্রেডিট গোস টু আফগানিস্তান। কারণ তারা টেস্টের মতো করে ব্যাট করেছে। তাদের একজন সেঞ্চুরি করেছে, অন্যরা আশি নব্বই করে রান করেছে। আমাদের অন্য সব বাদ দিলাম, সাকিব, মুশফিক, রিয়াদরা যদি পঞ্চাশও করতে না পারে তাহলে আমাদের ওই ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নাই। আমার মনেই হয়নি যে, এটা একটা টেস্ট হচ্ছে। প্রথম ইনিংস যদি আপনি দেখেন, সেট হয়ে যাওয়ার পর লিটন দাস যে শটটা খেললো, মুমিনুল পঞ্চাশ করার পর কই একশ দেড়শো করবে, সে হলো টেস্ট স্পেশালিস্ট, সে যে শটটা খেললো। রিয়াদ যে শটটা খেললো তাকে টেস্ট খেলা বলে না। ওদেরকে এখন কি বুঝাতে হবে, টেস্ট কিভাবে খেলতে হয়! …ওরা যদি ৩৭০ রান করে তাহলে বাংলাদেশ যে দল তাতে আমাদের ৫০০ রান করা উচিৎ। এটা মোটামুটি ব্যাটিং উইকেট ছিল, এখানে না পারার কোনো কথা না।’ একাদশে কেন কোনো পেসার নেই তা নিয়েও নিজের কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বের অন্যতম সেরা তা সবার জানা। কিন্তু আমার প্রশ্ন হলো, একাদশে কোনো পেসার নেওয়া হলো না কেন? এগুলো সব পরিকল্পনার বাইরে।’ এছাড়া লিটন দাস ও সৌম্য সরকারকে নিয়েও সমালোচনা করেন বিসিবি প্রধান। তিনি জানান ‘লিটন দাস, সৌম্য সরকার টেস্টের খেলোয়াড় নন। অনেক কিছুই পরিকল্পনার বাইরে হয়। জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর এটাই অভিষেক অ্যাসাইনমেন্ট। তবে চট্টগ্রামে টেস্টে খারাপ পারফরম্যান্সের জন্য কোচকে দায় দিতে চান না বিসিবি প্রধান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট