চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

একসাথে ডিনার

৩১ আগস্ট, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ

ফুটবল মাঠে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। তবে মাঠের বাইরে দুজনের মধ্যে সম্পর্কটা বেশ ভালো। আছে পারস্পরিক শ্রদ্ধাবোধ। কিন্তু লিওনেল মেসির সঙ্গে কখনও ডিনার করা হয়নি, জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো। ভবিষ্যতে একসঙ্গে ডিনার করার ইচ্ছার কথা বললেন পর্তুগিজ ফরোয়ার্ড। একসঙ্গে দীর্ঘ সময় ধরে ফুটবল দুনিয়া শাসন করে চলেছেন দুজনে। মাঝে চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে খেলায় নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইটাও মাত্রা পায় কয়েকগুণ। দুজনে মিলে সমান পাঁচবার করে জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এবারও ছিলেন উয়েফা বর্ষসেরার লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকায়। মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে তাদেরকে হারিয়ে সেরার পুরস্কারটি জিতেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনা অধিনায়ক মেসি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রোনালদো। বিজয়ী ঘোষণার আগে দুজনেই জানান একে অপরের প্রতি শ্রদ্ধাবোধের কথা, ফুটবল নিয়ে নিজেদের ভাবনার কথা। এরই ফাঁকে ভবিষ্যতে মেসির সঙ্গে ডিনার করার আশার কথা জানান ইউভেন্তুস ফরোয়ার্ড রোনালদো। ‘এই মঞ্চ আমরা ১৫ বছর ধরে ভাগাভাগি করেছি। জানি না, আগে কখনও এমনটা ঘটেছে কি না-দুজন মানুষ সবসময় একই মঞ্চে।’ ‘অবশ্যই, আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। আমরা এখনও একসঙ্গে ডিনার করিনি, তবে আশা করি ভবিষ্যতে করতে পারব।’-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট