৬ ডিসেম্বর, ২০২২ | ৩:০১ পূর্বাহ্ণ
নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
নেইমার ফিরলেন। আর তাতেই যেন পাল্টে গেল পুরো দল। মরুর বুকে আবারও ফিরল সাম্বার ছন্দ। কাতারের বুকে ঝড় তুলল সেলেসাওরা। আর সে ঝড়েই বিধ্বস্ত হল দক্ষিণ কোরিয়া। নেইমারদের গোল উৎসবের দিনে ৪-১ ব্যবধানে পরাজিত হয়ে বিদায় নিল দক্ষিণ কোরিয়া। ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় ব্রাজিল। ৭ মিনিটে বাম দিক থেকে রাফিনহার বাড়ানো বল পায় ডি বক্সের ফাঁকায় দাড়িয়ে থাকা ভিনিসিয়াস জুনিয়র। ঠান্ডা মাথায় অসাধারণ শটে বল জালে জড়ান তিনি।
ম্যাচের ১১ মিনিটে বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন নেইমার। ২৯ মিনিটে থিয়াগো সিলভার পাস থেকে বল পেয়ে জালে জড়ান রিচার্লিসন। ম্যাচের ৩৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে বল জালে জড়ান লুকাস পাকুয়েতা। ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ব্রাজিল। বিরতির পর ৭৬ মিনিটে সেউং হো পাইক এক গোল শোধ করেন।
পূর্বকোণ/আর