চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে খোঁজ রাখছে ব্রাজিল?

স্পোর্টস ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২ | ১:২৪ অপরাহ্ণ

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায় বুদ হয়ে আছেন গোটা বিশ্বের মানুষ। নির্দিষ্ট দল নিয়ে মাতামাতি আর কথার লড়াইয়ে ব্যস্ত ভক্তরা। এবার হঠাৎ করেই খবর রটেছে, ব্রাজিল নাকি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে তাদের খবরাখবর রাখছে। তবে সার্বিয়ান কোচ স্টইকভিচ অবশ্য এমন কিছুর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে নেইমার-রিচার্লিসনরা। এ ম্যাচ দিয়েই শুরু হবে সেলেসাওদের বিশ্বকাপ যাত্রা। যদিও ম্যাচের আগে ব্রাজিল এখন পর্যন্ত নিজেদের প্রথম একাদশ নিয়েই মুখ খোলেনি। ক্লোজডোর মাঠে শিষ্যদের অনুশীলন করাচ্ছেন কোচ তিতে। এর মাঝেই বিপক্ষ দলের ওপর নজরদারির খবরটি রটেছে।

 

এ বিষয়ে সার্বিয়ান কোচ স্টইকভিচ জানান, ‘আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর, গুজব। এটা যদি সত্যও হয়, ব্রাজিল যদি সত্যি সত্যিই ড্রোন ওড়ায়, তাহলে আমি মনে করি, তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।’

তিনি আরও জানান, ‘ব্রাজিল দুর্দান্ত দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। দুনিয়ার অন্যতম সেরা দল। আমি মনে করি, ব্রাজিলের দলটি এ মুহূর্তে তাদের সোনালি প্রজন্ম। সার্বিয়ার জন্য খুবই কঠিন একটা ম্যাচ অপেক্ষা করে আছে। প্রতিটা ম্যাচই ০-০ অবস্থায় শুরু হয়, তাই আমাদের সুযোগ থাকবে জেতার। তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না।’

বিশ্বকাপ ফুটবল ২০ নভেম্বর শুরু হলেও এখনও পর্যন্ত মাঠে গড়ায়নি বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের খেলা। আজ রাতে সেলেসাওরা নিজেদের শক্তি জানান দিতে নামবে ভালো ফর্মে থাকা ইউরোপীয় দল সার্বিয়ার বিপক্ষে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট