চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

মাত্র ২ রানের জন্য পেলেন না সেঞ্জুরি

মুশফিকের দারুণ কীর্তি

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

সাকিব আল হাসানের সঙ্গে ২০০৬ সালে একই ম্যাচ দিয়ে শুরু করেছিলেন ওয়ানডে ক্যারিয়ার, তামিম ইকবালের গায়ে বাংলাদেশের জার্সি ওঠে তারও কয়েক মাস পরে। এই দু’জনের চেয়ে ম্যাচও তিনি বেশি খেলেছেন। তবে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে হয়েছে লম্বা সময়। সেকারণেই কি-না দুই সতীর্থের তুলনায় মাইলফলক স্পর্শ করতে কিছুটা দেরি হলো ৩২ বছর বয়সী মুশফিকুর রহিমের! নতুন কীর্তি গড়তে মাত্র ৮ রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমেই পৌঁছে যান সেই লক্ষ্যে। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পূর্ণ করেন ছয় হাজার রান। ইনিংসের ১৫তম ওভারে সিঙ্গেল নিয়ে ছয় হাজারি ক্লাবে পা রাখেন উইকেটকিপার ব্যাটসম্যান। ছয় হাজার রানের মাইলফলক ছুঁতে ২১৪টি ওয়ানডে ম্যাচ খেলেন মুশফিক। যার মধ্যে রয়েছে ৭টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ-সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে ছয় হাজার রান পূর্ণ করতে ৭৫ রান প্রয়োজন ছিল মুশফিকের। অবশ্য ব্যক্তিগত কীর্তি গড়ার পরও থেমে যাননি মুশফিক। দলের বাকিদের আশা-যাওয়ার মিছিলে উইকেট আগলে রেখেছিলেন। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩৭তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি। ৭১ বলের হাফ-সেঞ্চুরিতে ছিল দুটি বাউন্ডারি। ক্যারিয়ারের এমন বিশেষ দিনে একটি আক্ষেপ কিন্তু থেকেই যাবে সাবেক অধিনায়কের। কারণ, সুযোগ পেয়েও মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি মুশির। সতীর্থদের বাজে ক্রিকেটের দিনে একাই লড়ে ১১০ বলে অপরাজিত ৯৮ রানের নান্দনিক এক ইনিংস উপহার দেন তিনি। মেহেদী মিরাজের ৪৩ রানের সাথে মুশফিকের এই লড়াকু ইনিংসের কারণে ভরাডুবি থেকে রক্ষায় পায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সবার আগে এই কীর্তি গড়েছিলেন বর্তমান ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম। তিনি ২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ছয় হাজার রান ছুঁয়েছিলেন। সেজন্য তাকে খেলতে হয়েছিল মাত্র ১৭৫ ইনিংস (১৭৭ ম্যাচ)। আর গেল মাসে বিশ্বকাপ চলাকালে তামিমের সঙ্গী হন সাকিব। বাঁহাতি বিশ্বসেরা অলরাউন্ডার ছয় হাজারে যেতে খেলেন ১৯০ ইনিংস (২০২ ম্যাচ)। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল মুশফিকের। মাত্র ১৯ বছর বয়সে। ওই ম্যাচে অবশ্য উইকেটের পেছনে গ্লাভস-প্যাড পরিহিত অবস্থায় দেখা যায়নি তাকে। খেলেছিলেন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে।

শেয়ার করুন