চট্টগ্রাম শুক্রবার, ১০ মে, ২০২৪

সর্বশেষ:

রেকর্ড সর্বনিম্ন রানে অলআউট হল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১ সেপ্টেম্বর, ২০২১ | ৫:৩৮ অপরাহ্ণ

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সর্বনিম্ন রানের রেকর্ড উপহার দিল নিউজিল্যান্ডকে। নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ৬০ রানেই। কিউইদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন স্কোর এটা। এর আগে ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেও তারা অলআউট হয়েছিল ৬০ রানেই। 

প্রথম ওভারে শুরুটা করেছিলেন মেহেদী হাসান। টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ওপেনার রাচিন রবীন্দ্রকে সাজঘরে ফিরিয়েছিলেন একদম শূন্য রানে। এরপর অভিজ্ঞ সাকিব আল হাসান যোগ দেন তাতে। তিনি ফেরান উইল ইয়ংকে। আউট হওয়ার আগে ১১ বল খেলে ৫ রান করেছেন তিনি। 

এরপর সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। বাংলাদেশি স্পিনারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পন করেছে তারা। কিউইদের পক্ষে সর্বোচ্চ রান এসেছে টম লাথাম ও হেনরি নিকলসের ব্যাট থেকে। দুজনেই করেছেন ১৮ রান। যথাক্রমে খেলেছেন ২৪ ও ২৫ বল।  

বাংলাদেশের পক্ষে ২ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ১৩ রানে তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। দুইটি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন। বাকি এক উইকেট গেছে মেহেদী হাসানের দখলে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট