চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে আইন-শৃঙ্খলা কমিটির সভায় ফজলে করিম এমপি

সন্ত্রাসী দমন করে রাউজানবাসীকে শান্তিতে রাখা আমার দায়িত্ব

নিজস্ব সংবাদদাতা , রাউজান

২৪ জুন, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, সন্ত্রাসীদের কাঠোর হস্তে দমন করার মাধ্যমে রাউজানবাসীকে শান্তিতে রাখা আমার দায়িত্ব। ধর্ম ও তরিকত্বের নামে হত্যা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাসহ নিরীহ মানুষের উপর হামলাকারীদের প্রতিরোধ করা হবে। কোন জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠিকে প্রশ্রয় দেয়া হবেনা। তিনি গত ২২ জুন দুপুরে রাউজান উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে সভায় বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার লাভ করায় রাউজান পৌরসভার ২য প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজকে অভিনন্দন জানানো হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ওসি কেপায়েত উল্লাহ, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২’র জেনারেল ম্যানেজার একেএম শামসুদ্দিন, হাইওয়ে থানার ওসি জহিরুল হক, পৌরসভার প্যনেল মেয়র বশির উদ্দিন খান, কাজী মো. ইকবাল, আলমগীর আলী, এডভোকেট সমীর দাশগুপ্ত, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, ভুপেশ বড়–য়া, আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুদ্দিন আরিফ, সরোয়ার্দী সিকদার, সুকুমার বড়–য়া, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাশি, বাবুল মিয়া, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, প্রিয়তোষ চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট