চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশের জয়ে ভারতের কেন ‘হতাশা’!

স্পোর্টস ডেস্ক

৩ জুন, ২০১৯ | ৪:৪২ অপরাহ্ণ

বিশ্বকাপের পঞ্চম ম্যাচে এসে ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জমজমাট লড়াই দেখল। যে ম্যাচটিতে বাংলাদেশ জয় পেয়েছে ২১ রানের। এর আগের চারটি ম্যাচই হয়েছে একতরফা। যার ৩টিতে উপমহাদেশের ৩ দল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি। উপমহাদেশের প্রথম দল হিসেবে বাংলাদেশ বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। অথচ, ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল এনডিটিভি তাদের চ্যানেলে বাংলাদেশের জয়কে ব্রেকিং নিউজ হিসেবে দিয়ে লেখে, ‘বিশ্বকাপের প্রথম দুঃখজনক ঘটনা, বাংলাদেশ চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।’

রোববার ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ২১ রানের জয়কে আপসেট বলে মন্তব্য করতে চেয়েছে বিদেশি সাংবাদিকরাও। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এক বিদেশি সাংবাদিক ‘আপসেট’ শব্দটি উচ্চারণ করতেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি পাল্টা প্রশ্ন করলেন, ‘আপনি বোঝাতে চাইছেন, এটা আপসেট ছিল’? তখন ওই সাংবাদিক নিজের প্রশ্ন আরও খোলাসা করে বললেন, ‘না, না, না, সেটা বোঝাতে চাইছি না। বলতে চাইছি, অতীতে আপনাদের এসব জয়কে আপসেট বলতো অনেকে, এখন ধারণা বদলাবে? এবার দৃঢ়কণ্ঠেই নিজেদের এগিয়ে চলার বার্তা শোনালেন টাইগার অধিনায়ক। তিনি জানালেন, চারপাশে না তাকিয়ে কেবল নিজেদের উন্নতির পথ ধরেই এগিয়ে যেতে চান তারা।
মাশরাফি বলেন, ‘অবশ্যই, শতভাগ উচিত (ধারণা বদলানো)। তবে ধারণা নির্ভর করে যার যার ওপর। কে কী ভাবছে, সেটা তো আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা নিজেদের কাজে মন দিচ্ছি। আমরা যেন সেরাটা দিতে পারি। আমরা জানতাম, বিশ্বকাপে কাজটা কঠিন হবে। তাই নিজেদের পরিকল্পনায় মন দিয়েছি’। টাইগারদের অধিনায়ক আরো বলেন, ‘লোকে যা বলবে, বলতে থাকুক। তাদের যদি আমাদের ভালো না লাগে, অনেক কথাই বলবে। আমাদের সেটা ভাবার প্রয়োজন নেই। নিজেদের কাজ করতে হবে। আমি নিশ্চিত, আমাদের ক্রিকেটের খুব বড় ভক্ত তেমন কেউ নেই। তাতে আমাদের কিছু করারও নেই। আমরা কেবল আমাদের খেলায় মন দিচ্ছি।’

বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর টুইটারে প্রশংসায় ভাসছেন টাইগাররা। আইসিসির টুইটে লেখা হয়, ‘বাংলাদেশ ২১ রানে জিতেছে। সম্পূর্ণভাবে একটি অসাধারণ অলরাউন্ড টিম পারফরম্যান্স’। বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভনও। বিশ্বকাপে বাংলাদেশ ডার্ক হর্স হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ লেখেন, ‘বাংলাদেশের দারুণ জয়। অলরাউন্ড ব্যাটিং পারফরম্যান্স এবং বোলাররা দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে রান করতে দেয়নি।’

আরেক সাবেক ভারতীয় ভিভিএস লক্ষ্মণ লেখেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ, ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর করার জন্য কি দারুণ দিন! কৌশলগত দিক দিয়ে তারা দুর্দান্ত ছিল। পাশাপাশি শেষে দক্ষিণ আফ্রিকার মজুদে পর্যাপ্ত ফায়ার পাওয়ারও ছিল না।’

ম্যাচটি উপভোগ করেন ইংল্যান্ডের রবি বোপারাও। এছাড়া সাবেক প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিবস মনে করেন, সবদিক দিয়েই দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো খেলেছে বাংলাদেশ। টাইগারদের প্রশংসা করে ধারাভাষ্যকার রাসেল আরনল্ড লেখেন, ‘সাবাস দ্য দেশ! দারুণ জয়। টুর্নামেন্টের দুর্দান্ত শুরু।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট