চট্টগ্রাম বুধবার, ০৮ মে, ২০২৪

সর্বশেষ:

মুক্তিযোদ্ধা লাল দলকে হারিয়েছে ব্রাদার্স

ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর টানা অস্টম জয়

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে নিজেদের শেষ খেলায় জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। এটি আবাহনীর টানা অস্টম জয়। গতকাল লিগে ১১ম ও শেষ রাউন্ডের প্রথম দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্রাদার্স ৯২ রানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ধীমান ঘোষের ১০৮ রান ও সুদিপ্ত দেবে’র অপরাজিত ৫৭ রানের সুবাদে ২৬৯ রানের ইনিংস দাঁড় করায়। জবাবে ১৭৫ রানে শেষ হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল দলের ইনিংস। ৬ষ্ঠ জয়ের মধ্য দিয়ে ব্রাদার্স এবারের লিগ শেষ করলো। সংক্ষিপ্ত স্কোর- ব্রাদার্স: ২৬৭/৯/৫০ ( ধীমান ১০৮, সুদিপ্ত ৫৭*, ফারদিন ১৫, ইয়াসিন আলি রাব্বি ১১, সোহরাওয়ার্দি শুভ ১৪, শাহিদ আবদুল্লাহ ২৬, অতি. ২৮, তানভির ৩/৫৬, রোমেল ২/৪৯, সোহেল ২/৩৪, সুমন ১/১৯, নওশাদ ১/৪২), মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র লাল: ১৭৫/৯/৫০ ( রোকন ৫৪, জুয়েল ৪০, তানভির ১৮, সুমন ১৬, পারভেজ ২৫*, শুভ ২/৩০, মনিরুল ২/৩০, নকিব ১/৩৬, ওমর ফারুক ১/৩২, সুদিপ্ত ১/১৯, শাহিদ আবদুল্লাহ ১/২৮)। এম এ আজিজ স্টেডিয়ামে ১১তম রাউন্ডের অপর খেলায় আবাহনী ৫ উইকেটে শহীদ শাহজাহান সংঘকে হারায়। প্রথমে ব্যাট করে ১৬০ রান করে শাহজাহান সংঘ। জবাবে ২৩.১ ওভারে ৫ উইকেটে জয় নিশ্চিত করে আবাহনী। আজ ১১তম রাউন্ডের দ্বিতীয় দিনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইস্পাহানি ক্লাব-রাইজিং স্টার ক্লাব এবং এম এ আজিজ স্টেডিয়ামে পাইরেটস-ফ্রেন্ডস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। সংক্ষিপ্ত স্কোর- শাহজাহান সংঘ: ১৬০/১০/৪৯.৫ ( মিনহাজ সৌরভ ২৩, রাসেল ৪৭, মুস্তাকিম ১৮, আশরাফুল ১৭, মুন্না ১৪, অতি. ১০, সাজ্জাদ ৩/৩৪, কামরুল ৩/৩০, এস. বাপ্পা ২/১৭, মিনহাজ ১/৪১, বক্কর ১/২০), আবাহনী: ১৬৩/৫/২৩.১ ( মিরাজুল ৪০, কামরুল ৪২*, এস. বাপ্পা ৩৪, সাজ্জাদ ১৮, সাব্বির ১৪*, জুলহাস সাগর ২/২৭, সাকিব ১/৩০, মাহতাফ ১/১৮, মহিউল ১/৪৩ )।

শেয়ার করুন