চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

দুই দশকে দুই

২৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৪৬ পূর্বাহ্ণ

টেস্টে বাংলাদেশের যাত্রা শুরু ২০০০ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এরপর কেটে গেছে একে একে ২০টি বছর। আর দুই দশকের রাজকীয় ক্রিকেটে মাত্র দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল জিম্বাবুয়েকে ইনিংসসহ ১০৬ রানে হারিয়ে দ্বিতীয় জয়টি পায় বাংলাদেশ। ইনিংস ব্যবধানে বাংলাদেশের জয়ের জন্য অপেক্ষা করতে হয় টেস্ট স্বীকৃতি পাওয়ার ১৮ বছর পর্যন্ত। ২০১৮ সালে মিরপুর শের-ই-বাংলাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্টে ইনিংসসহ জয় পায় বাংলাদেশ। আর এই জয়টিই ছিল দেড় বছরের মধ্যে বাংলাদেশের শেষ টেস্ট জয়। সেই জয় খরা কাটল ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে।-ইন্টারনেট

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট