চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রাউজানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সেমিতে হাটহাজারী গড়দুয়ারা আলোকন সংঘ

নিজস্ব সংবাদদাতা হ রাউজান

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৫০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীতে রাউজানে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুক্রবার বিকেলে রাউজান সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় হাটহাজারী গড়দুয়ারা আলোকন সংঘ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নোয়াজিশপুর খেলোয়াড় সমিতিকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। পরাজিত দলের শফিক ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহণ করেন। এ খেলার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসানের সভাপতিত্বে, যুগ্ন আহবায়ক সুমন দে ও তপন দের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ একেএম আব্দুর রশীদ, ওসি কেপায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইরফান আহামেদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, টুর্ণামেন্ট পরিচালনা পরিষদের আহবায়ক জমির উদ্দিন পারভেজ, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, জানে আলম জনি, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, বিএম জসিম উদ্দিন হিরু, সুকুমার বড়ুয়া নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, মফজল হোসেন, বাংলাদেশ অনুর্ধ ১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু, সারজু মো. নাছের, শওকত হোসেন, মুছা আলম খান চৌধুরী, সেকান্দর হোসেন, দিদারুল আলম, আরিফুল হক চৌধুরী, ইমরান হোসেন ইমু, জিল্লর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী, মো. আসিফ, আবু ছালেক, ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, রাশেদ হোসেন, রাজু দে, মোবারক হোসেন রাব্বি, বেলাল হোসেন সিফাত প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট