চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

প্লেট পর্বের চ্যাম্পিয়ন আম্বিয়া গ্রুপ টি-১০ কর্পোরেট ক্রিকেটের সেমিতে ইস্পাহানি এবং মাস ইন্টিমেটস

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০৬ পূর্বাহ্ণ

চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাব আয়োজিত ক্লিফটন গ্রুপ টি-১০ কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্টে ইস্পাহানি স্পোর্টস ক্লাব এবং মাস ইন্টিমেটস সেমিফাইনালে উন্নীত হয়েছে এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেটকে হারিয়ে প্লেট পর্বের চ্যাম্পিয়ন হয়েছে আম্বিয়া গ্রুপ। আজ সকাল সাড়ে নয়টায় ১ম সেমিফাইনালে মাস ইন্টিমেটস-টি. জেড ফ্যাশন এবং সাড়ে ১১টায় ২য় সেমিফাইনালে সকাল কন্টিনেন্টাল গ্রুপ-ইস্পাহানি স্পোর্টস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। ফাইনাল অনুষ্ঠিত হবে বিকাল ৩টায়। গতকাল ইস্পাহানি স্পোর্টস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেছেন ইস্পাহানি একাডেমির ছাত্র এবং সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ২ সদস্য শাহাদাত হোসেন দিপু এবং পারভেজ হোসাইন ইমন। এসময় চিটাগাং উইকেন্ড ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সহ-সভাপতি সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান ও খুদে ক্রিকেটার আদিয়ান। উপস্থিত ছিলেন ক্লাব কর্মকর্তা ও সাবেক খেলোয়াড় ফজলে বারী খান রুবেল, নুরুল আবেদীন নোবেল, জাহিদ হাসান, সাইফুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন, সাধন চন্দ্র দুবে, ফজলে রাব্বী খান সাজ্জাদ, ফজলে আহসান খান টিট এবং বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু ও প্রাভীন হিঙ্গানিকার।-বিজ্ঞপ্তি
সংক্ষিপ্ত স্কোর : ১ম ম্যাচ : মাসইন্টিমেট্স: ১১৬/৫/১০ওভার ও আম্বিয়া গ্রুপ: ১০৮/৬/১০ ওভার। ২য় ম্যাচ : ইস্পাহানি: ৭৩/৫/১০ ওভার ও মাসইন্টিমেট্স ৭৫/১/৫.৩ ওভার। ৩য় ম্যাচ : ইস্পাহানি ১২৪/৪/১০ওভার ও আম্বিয়া গ্রুপ: ৫৭/১০/ ৮ ওভার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট