চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পদুয়ার বিলে সাদা বকের ঝাঁক

এম এম আহমদ মনির, লোহাগাড়া

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

শহরে জীবন তাদের অপছন্দ। তাই শহর থেকে দূরে প্রকৃতির টানে ছুটে আসে পল্লী এলাকায়। এসব অতিথি পাখি পল্লীপ্রেমিক। তারা পল্লী সংস্কৃতির অঙ্গ এবং পল্লী সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য। ডানা মেলে উড়ে এসে জুড়ে বসে হাওর-বাওর, বিল-ঝিল ও জলাভূমিতে। বছরে একাধিকবার শুভ্র বলাকার এ ঝাঁক দেখা যায় পদুয়া নৌঘাটার পশ্চিমে এক খোলা বিলে। সাম্য-মৈত্রী ও সৌহার্দ্যরে বন্ধন রচনা করে তারা বিচরণ করে এ স্থানে। পাশে রয়েছে ঝোঁপ-জঙ্গলবেষ্টিত বৃক্ষ বাগান। কখনো বৃক্ষের ডালে, কখনো সমতল জলাভূমিতে তাদের অবস্থান। নিথর-নিস্তব্ধ তাদের মিলনমেলা। কোন লোক কাছে গেলে নিমেষে উড়াল দিয়ে আশ্রয় নেয় বৃক্ষের ডালে, শাখা-প্রশাখায়। প্রকৃতির প্রেমের টানে তাদের এ মিলন মেলা ভাবুক মনে সৃষ্টি করে নানা কৌতূহল। ঝাঁকবাঁধা শুভ্র বলাকার এ দল প্রকৃতিপ্রেমিকদের ক্ষণিকের জন্য হলেও মনে বিপুল আনন্দের যোগান দেয়। পদুয়া নৈসর্গিক শোভাম-িত একটি ইউনিয়ন। পূর্ব ও দক্ষিণ সীমানায় রয়েছে পার্বত্য জেলার গহীন অরণ্যভূমি। শাক-সবজি, তরিতরকারি, বৃক্ষ ও মৎস্যক্ষেতের চারণভূমি নামে খ্যাত জঙ্গলপদুয়া, হানিফারচর ও ফরিয়াদিকুল। এখানে আছে প্রকৃতির সবুজ মেলার ছড়াছড়ি। নৌ-ঘাটার পাশে খোলা বিলে দূর-দূরান্ত থেকে ছুটে আসা শুভ্র বলাকার ঝাঁক কিছুদিন পর চলে যায় আপন ঠিকানায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট