চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ছবি : সংগৃহীত

ভূ-মধ্যসাগরে ইতালিগামী নৌকাডুবি

পাচার চক্রের হোতা নোয়াখালীর তিন ভাই

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০১৯ | ৯:৩১ অপরাহ্ণ

সাগরে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির শিকার বাংলাদেশিরা যে মানবপাচার চক্রের খপ্পরে পড়েছিলেন, তার হোতাসহ পাঁচজনের বিষয়ে তথ্য পেয়েছে সরকার। আজ বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন।

তিনি বলেন, নোয়াখালীর তিন ভাই এ চক্রের হোতা। এদের সাথে মাদারীপুরের আরও দু’জন আছেন। তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। ভূ-মধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলে তিউনিসিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মকর্তারা এ তথ্য পেয়েছেন।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একজন ছাড়া ৩৯ বাংলাদেশির নাম পরিচয় তারা নিশ্চিত হয়েছেন। তাদের মধ্যে ২২ জনই বৃহত্তর সিলেট অঞ্চলের।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নৌকার আরোহীদের মধ্যে যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ১৪ বাংলাদেশির নাম পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে চারজন আছেন তিউনিসিয়ার হাসপাতালে। বাকি ১০ জনকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।

সন্দেহভাজন মানব পাচারকারীদের নাম পরিচয় প্রকাশ করেননি পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তবে ৩৯ বাংলাদেশির একটি তালিকা তিনি প্রকাশ করেন, যাদের কোনো খোঁজ এখনও মেলেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট