চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বসানো হলো ১৫তম স্প্যান, দৃশ্যমান পদ্মাসেতুর ২,২৫০ মিটার

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০১৯ | ৫:৩৬ অপরাহ্ণ

পদ্মসেতুতে বসানো হল ১৫তম স্প্যান। মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জাজিরার ২৩-২৪ নম্বর পিলারে উপর স্প্যানটি বসানো  হয়। এর মধ্য দিয়ে পদ্মাসেতুর ২,২৫০ মিটার দৃশ্যমান হল।

গত বৃহস্পতিবার সকালে স্প্যানটি মুন্সিগঞ্জের কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে শরীয়তপুরের জাজিরা নাওডোবা ২৩-২৪ নং পিলারের উদ্দেশ্যে রওনা দেয়। নদীর বিভিন্ন স্থানে চর পড়ে যাওয়ায় স্প্যানটি সেখানে পৌঁছতে ৪ দিন সময় লেগে যায়।

১৫০মিটার লম্বা ও প্রস্থ ১৩ মিটার বিশাল স্প্যানটি ক্রেন দিয়ে উঠানো হয়। এভাবে মোট ৪১টি স্প্যান জোড়া দিয়েই পদ্মাসেতু তৈরি হবে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট