চট্টগ্রাম সোমবার, ১৪ জুলাই, ২০২৫

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক

২৬ জুন, ২০২৫ | ৯:২৫ পূর্বাহ্ণ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হয়, শেষ হবে দুপুর ১টায়।

 

এবছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৩০৭টি কলেজ থেকে মোট ১ লাখ ২ হাজার ৯৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করছেন। গতবছর চট্টগ্রামে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬ হাজার ৩৪। সে হিসেবে গতবছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে ৩ হাজার ৫৯ জন। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা শাখা সূত্রে এসব তথ্য জানা যায়।

 

এদিকে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে যে কোন তথ্য জানতে প্রয়োজনে শিক্ষার্থী ও তাদের অভিভাবক যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমে যোগাযোগের নম্বরগুলো হচ্ছে- পরীক্ষা নিয়ন্ত্রক ০২৩৩৩৩৩৬৭৬৪, ০১৫৫৪৩৪৩০৪৫, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ০১৮১৯৬৪৭৭০৫, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ০১৮১৯১৭৯৬৪৩, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) ০১৮১৯৬৪৩২৩৯, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ০১৮১৯১৭৩৪৯৪, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ০১৫৫৪৩৩৫৯৮২।

 

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, মহানগরসহ চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজার ৯৪৭। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ২০৬ এবং ছাত্রী ৩৯ হাজার ৭৪১। শুধু মহানগরের পরীক্ষার্থীর সংখ্যা ৪৮ হাজার ৮৪০। মহানগরীতে ছাত্র সংখ্যা ২২ হাজার ৫৪২ জন এবং ছাত্রী সংখ্যা ২৫ হাজার ৯৩৮ জন।

 

অন্যদিকে, কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৮৪৪, যার মধ্যে ছাত্র ৫ হাজার ২২০ ও ছাত্রী ৭ হাজার ৬২৪। রাঙামাটিতে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৫৮২, যার মধ্যে ছাত্র ২ হাজার ৪২৫ এবং ছাত্রী ৩ হাজার ১৫৭। খাগড়াছড়িতে ৭ হাজার ১২১ জন পরীক্ষার্থী রয়েছেন, ছাত্র ৩ হাজার ৩৩২ ও ছাত্রী ৩ হাজার ৭৮৯। বান্দরবানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৮৭৮, যার মধ্যে ছাত্র ১ হাজার ৮৫২ এবং ছাত্রী ২ হাজার ২৬। মোট ১১৫টি কেন্দ্রে এসব শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

 

জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, এবার ১১৫টি কেন্দ্রে ৩০৭টি কলেজের ১ লাখ ২ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য মোট ৪০টি পরিদর্শক টিম গঠন করা হয়েছে। তারমধ্যে সাধারণ পরিদর্শক দল গঠন করা হয়েছে ৩০টি ও বিশেষ পরিদর্শক দল ১০টি।

 

তিনি আরো বলেন, পরীক্ষার্থীদের বিশেষ প্রয়োজনে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে যে কোন তথ্য জানতে প্রয়োজনে শিক্ষার্থী ও তাদের অভিভাবক যোগাযোগ করতে পারবেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট