চট্টগ্রাম শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সর্বশেষ:

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি
ফাইল ছবি

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ গাড়ি

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৫ | ৭:৩২ অপরাহ্ণ

পুলিশের চলাচলে সুবিধার জন্য ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১৭২ কোটি টাকা ব্যয়ে এসব পিকআপ কেনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

 

বুধবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি (২০২৪-২৫) অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ২০০টি কেবিন পিকআপ কেনার প্রস্তাব নিয়ে আসে জননিরাপত্তা বিভাগ। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে। এই পিকআপ কিনতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট