চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

সর্বশেষ:

‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নিবন্ধন পাচ্ছে জামায়াতে ইসলামী: ইসি
প্রতীকী ছবি

‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নিবন্ধন পাচ্ছে জামায়াতে ইসলামী: ইসি

অনলাইন ডেস্ক

৪ জুন, ২০২৫ | ৬:৩৫ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তিনি বলেন আদালতের রায় ও সংশ্লিষ্ট বিষয় পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

কমিশন সভা শেষে তিনি বলেন, তারা আদালতের রায় পর্যবেক্ষণ করে এক রিট পিটিশনে জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয়ার আদেশ পেয়েছেন। সেই আদেশেই এই প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে দলটি।

 

তিনি বলেন, আরপিওতে আছে রাজনৈতিক দলকে মার্কা দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত রাখতে হবে। ফুল কোর্ট তাদের প্রতীক বাতিলের আদেশ দিয়েছিলেন। তবে পরে করা এক রিট পিটিশনে আদালত বলেছিলেন দাঁড়িপাল্লা জামায়াতকে দিলে আদালতের মান ক্ষুণ্ণ হবে না।

 

বুধবার (৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

 

গত রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে নির্বাচন কমিশনকে এসংক্রান্ত সব ধরণের বিষয় নিষ্পন্নের আদেশ দেন আদালত। সোমবার নির্বাচন কমিশনে দাঁড়িপাল্লা প্রতীকে নিবন্ধন ফেরত পাওয়ার আবেদন করে জামায়াত। অবশেষে দাঁড়িপাল্লা প্রতীকেই জামায়াতকে নিবন্ধন ফেরত দেয়ার সিদ্ধান্ত নিলো নির্বাচন কমিশন।

 

এদিকে ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনার বলেন, কমিশনের কাজ গেজেট প্রকাশ করা যা ইতিমধ্যেই তারা করেছেন। শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট