আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে আজ ৯ ডিসেম্বর। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’।
২০০৩ সালে সারাবিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘ ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর ২০০৭ সাল থেকে দিবসটি পালন করা শুরু হয়। তবে বাংলাদেশে সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সারাদেশের মতো চট্টগ্রামেও দিবসটি পালিত হচ্ছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি মানববন্ধনসহ নানা আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানে চট্টগ্রামের সকল সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করার কথা রয়েছে।
পূর্বকোণ/ইব