চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বেগম রোকেয়া দিবস আজ

অনলাইন ডেস্ক

৯ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩৯ অপরাহ্ণ

বেগম রোকেয়া দিবস আজ ৯ ডিসেম্বর (সোমবার)। ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক অভিজাত মুসলিম পরিবারে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম। এই দিনেই ১৯৩২ সালে তার জীবনাবসান হয়।

 

পিতৃতান্ত্রিক আর আধিপত্যবাদী সমাজে মেয়েদের মাথা তুলে দাঁড়ানোর অধিকার ছিল না। কিন্তু এই সমাজে মেয়েরাও নিজের অধিকারের কথা বলবে, স্বপ্ন দেখবে, নিজের স্বপ্ন বাস্তবায়ন করবে- ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থে এমন স্বপ্ন দেখেছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারীকে স্বপ্নের পথে হাটতে অনুপ্রেরণা দিয়েছেন বেগম রোকেয়া।

 

১৯০৫ সালে রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত ‘সুলতানার স্বপ্ন’ প্রকাশিত হয়। এ বছর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রস্তাবনায় ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড এশিয়া-প্যাসিফিক রেজিস্টারে স্বীকৃতি পেয়েছে সুলতানার স্বপ্ন। এই স্বীকৃতি উদযাপনের জন্য ঢাকা মহানগরীর বিভিন্ন গণগ্রন্থাগারের সহযোগিতা ও সম্পৃক্ততায় মুক্তিযুদ্ধ জাদুঘর বিশেষ পাঠ উদযাপন কর্মসূচি গ্রহণ করেছে।

 

মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ও অফিস প্রধান সুজান ভাইজ। অনুষ্ঠানে সুলতানার স্বপ্ন থেকে বাংলায় পাঠ করেন অভিনেত্রী ত্রপা মজুমদার ও ইংরেজিতে পাঠ করেন ওয়ার্দা আশরাফ।

 

দিবসটি উপলক্ষে ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, বেগম রোকেয়ার কর্ম ও জীবনাদর্শের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সকলকে সাথে নিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে- বেগম রোকেয়া দিবসে আমি এ প্রত্যাশা করি।

 

প্রধান উপদেষ্টা তার বাণীতে বলেন, আমি আশা করি বেগম রোকেয়ার মতো নারীরা নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।

 

এদিকে, বেগম রোকেয়া দিবস উপলক্ষে সোমবার স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে (টিএসসির বিপরীত পাশে, ঢাকা বিশ্ববিদ্যালয়) বিকেল ৩টায় ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪’ এর কর্মসূচির অংশ হিসেবে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট