দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস ও ট্রাকের চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে বীরগঞ্জ-ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেরিটেজ পরিবহনের একটি স্লিপার কোচ ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে দিনাজপুরগামী একটি ধানবোঝাই ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পরিবহন দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হয়েছেন ২০ জনের বেশি মানুষ। আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনও উদ্ধারকাজ চলছে।
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধানবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক এবং দু’জন বাসযাত্রী নিহত হয়েছেন।
ওসি ওমর ফারুক আরও বলেন, নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদের উদ্ধারকাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/মাহমুদ