চট্টগ্রাম রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিশ্ব মৃত্তিকা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর, ২০২৪ | ২:০৯ অপরাহ্ণ

আজ বৃহস্পতিবার বিশ্ব মৃত্তিকা দিবস। প্রতি বছর ৫ ডিসেম্বর পালন করা হয় বিশ্ব মৃত্তিকা দিবস। সেই হিসেবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

 

মৃত্তিকা দিবসে এবারের প্রতিপাদ্য ‘মাটির যত্ন নেওয়া: পরিমাপ, পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা’। এবার মাটির তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ, পৃথিবীতে জীবন টিকিয়ে রাখতে মাটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা এবং টেকসই মাটি ব্যবস্থাপনার ওপর জোর দেয়া হয়েছে।

 

মাটির স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে আমরা ৫৮% পর্যন্ত কৃষি উৎপাদন বাড়াতে পারি, যা ২০৫০ সালের মধ্যে খাদ্য চাহিদার প্রত্যাশিত ৬০% বৃদ্ধি মেটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে ও মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে।

 

মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালের ৫ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। পরে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদন লাভের পর ২০১৪ সালের ৫ ডিসেম্বর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালিত হয়।

 

বিশ্বের প্রায় ৬০ হাজারের বেশি মৃত্তিকা বিজ্ঞানী এ দিবসটি সাড়ম্বরে পালন করে থাকেন। মৃত্তিকা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি এবং তার প্রচার ও প্রসারের দায়িত্ব এই বিজ্ঞানীদের। বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল লাভে উৎসাহিত করতেই এ দিবস পালন করা হচ্ছে। মাটি আমাদের পৃথিবীতে বেঁচে থাকার ভিত্তি।

 

আমাদের খাদ্যের ৯৫% এরও বেশি সুস্থ মাটির উপর নির্ভর করে, যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে এবং জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখে। তবুও মাটি একটি সীমাবদ্ধ সম্পদ। উপরের মাটির মাত্র ২-৩ সেন্টিমিটার তৈরি হতে ১,০০০ বছর পর্যন্ত সময় লাগে, যার কারণে মাটির সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট