আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।
১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালন হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারাবিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশের চারটি অসংক্রামক রোগের মধ্যে অন্যতম এই ডায়াবেটিস রোগীর সংখ্যা ২০২৫ সালের মধ্যে দেড় কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে।
চমেক হাসপাতাল এন্ডোক্রাইনোলজি বিভাগ সূত্রে জানা গেছে, গত এক বছরে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে ৮২৫ রোগী ভর্তি ছিলেন। এছাড়া টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত ভর্তি সংখ্যা ছিল ২৫ জন এবং গর্ভকালীন ডায়াবেটিস সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে ৫৫ জন রোগী ভর্তি ছিলেন।
অপরদিকে, গত এক বছরে এন্ডোক্রাইনোলজি বহির্বিভাগে টাইপ-২ ডায়াবেটিস আক্রান্ত ১৮ হাজার রোগী সেবা নিয়েছেন। এছাড়া টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ৯০ জন এবং গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত ৪০০ রোগী সেবা নিয়েছেন।
এদিকে, সারাদেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডায়াবেটিক ও হরমোন রোগ বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে। এর বাইরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, জেলা সিভিল সার্জন কার্যালয়সহ সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও সংস্থার উদ্যোগে দিবসটি উদযাপন করা হবে।
পূর্বকোণ/মাহমুদ