চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে দিলেন আন্দোলনে আহতরা

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ

জুলাই আন্দোলনের আহত সবাইকে দেখতে না যাওয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করেছেন আহতরা। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে উপদেষ্টার গাড়ির ওপর উঠে যান।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিটোরের সামনে ঘটলেও অধিকাংশ বিক্ষোভকারীরা ছিলেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, আহতদের প্রত্যাশা ছিল স্বাস্থ্য উপদেষ্টা যেন সবার খোঁজ খবর নেন। সমস্যা শুনে সমাধানের কার্যকর উদ্যোগ নেন। কিন্তু মনের কথাগুলো শোনাতে না পেরে আহতরা ক্ষুব্ধ হয়ে যান। এসময় কেউ কেউ চিকিৎসার মান নিয়ে অভিযোগ করেছেন।

জানা যায়, আহতরা বিক্ষুব্ধ হয়ে উঠলে স্বাস্থ্য উপদেষ্টা নির্ধারিত প্রেস ব্রিফিং না করেই চলে যান।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট